বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচঙ্গের পল্লীতে অর্থাভাবে কলেজে পড়তে না পারায় মনের দুঃখে কীটনাশক পানে আত্মহত্যা করেছে দরিদ্র পরিবারের এক ছাত্রী। স্থানীয় সূত্র জানায়, বানিয়াচঙ্গ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর গ্রামের কালী বিজয় চক্রবর্তী কয়েক বছর পূর্বে মারা যান। তার কোন ছেলে সন্তান না থাকায় তার বিধবা স্ত্রী সাধনা চক্রবর্তী বিভিন্ন স্থান থেকে সহযোগিতা নিয়ে অতিকষ্টে পরিবার চালাতেন। এর মধ্যে একমাত্র কন্যা বাসনা চক্রবর্তী ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। পরবর্তীতে সাধনা চক্রবর্তী তার মেয়ে বাসনা চক্রবর্তীকে পাহাড়পুর আদর্শ ডিগ্রী কলেজে ভর্তি করান। ভর্তির পর থেকেই তার পরিবারের দারিদ্র্যতা ক্রমহারে বৃদ্ধি পেতে থাকে। ফলে সাধনা চক্রবর্তী তার মেয়ে বাসনার পড়াশোনার খরচ যোগাতে পারেননি। ইদানিং বাসনার লেখাপড়ার খরচ চালাতে না পেরে মা সাধনা তাকে কলেজে যেতে নিষেধ করেন। এরপর আর বাসনা কলেজে যায়নি। গতকাল বুধবার দুপুরে বাসনা চক্রবর্তী কীটনাশক পান করে ছটফট করতে থাকলে তাকে প্রথমে বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। সন্ধ্যায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র মেয়ে বাসনা চক্রবর্তীকে হারিয়ে মা সাধনা চক্রবর্তী পাগলপ্রায় হয়ে পড়েন। সাধনা চক্রবর্তী দৈনিক খোয়াইর এ প্রতিনিধিকে জানান, অভাবের তাড়নায় একমাত্র মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছিলাম। মেয়েটি কলেজে পড়তে না পারার দুঃখে আত্মহত্যার পথ বেছে নেয়। যদি আগে জানতাম মেয়েটি আত্মহত্যা করবে তাহলে আমি ওকে ভিক্ষা করে হলেও লেখাপড়া করাতাম।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj