হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা এলাকা থেকে নিষিদ্ধ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
রোববার গভীররাতে সদর থানার এসআই একে এম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হল, বড় বহুলা এলাকার আব্দুর রশিদ এর পুত্র সাইদুর রহমান মামুন (২৯), একই এলাকার ওয়ালিব মেম্বারের পুত্র মাস্টার মোখলেছ মিয়া (৩২), একই এলাকার তৈয়ব আলীর পুত্র হাবিব উল্লাহ (৩৪)।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশবাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।