প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি বড় সাহেব বাড়ি দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারো হযরত সৈয়দ শাহ জহুর আলী ওরফে আজর মিয়া (রহঃ) জিন্দা আউলিয়া কেবলা স্মরনে ৩রা সেপ্টেম্বর ১৯ ভাদ্র বৃহস্পতিবার ২শ তম পবিত্র বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে সারা দিন ব্যাপী দরবার শরীফে কোরআন খতম, জিকির আসকার, সামা, মিলাদ মাহফিল ও বাদ এশার নামাজের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে। উক্ত ২শ তম পবিত্র ওরস সফল করার লক্ষ্যে রিচি বড় সাহেববাড়ী দরবার শরীফে আশেকান ভক্ত বৃন্দ ও পীর-মুরিদীকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রিচি বড় সাহেব বাড়ি দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ এমরান মিয়া ওরফে (পাগলা সাহেব) এবং বিস্তারিত হট লাইন জানতে হলে ০১৭৩৬-১১১৫৫৯।