মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধিঃ
প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেনের তৎপরতায় কমে এসেছে উপজেলায় অপরাধের পরিমাণ। বিশেষ করে কমেছে চুরি ও ডাকাতি। এতে জনমনে ফিরছে স্বস্তি। ওসির তৎপরতায় খুশী বিশ্বনাথ-এর জনগণ। তবে এর ধারাবাহিকতা রক্ষার দাবি তুলেছেন অনেকেই।
জানাগেছে, গত তিন মাসে তেমন কোন চুরি,ডাকাতির খবর পাওয়া যায়নি। পক্ষান্তরে পুলিশ টহল বৃদ্ধি পাওয়ায় ধরা পড়ছে চোর, ডাকাতসহ অনেক মামলার সাজাপ্রাপ্ত আসামিরা। অভিযান চালানো হচ্ছে মাদক ও পতিতালয়ের বিরুদ্ধেও।
নিয়মিত টহল বাড়ায় কমছে ছিন্নমূল অপরাধীদের দৌরাত্ম্যও। উপজেলায় অবৈধ মোটরসাইকেল চলাচলে ব্যাপক কড়াকড়ি আনা হয়েছে। আটক হয়েছে প্রচুর নম্বরবিহীন মোটরসাইকেল।
পাল্টে গেছে থানার চিত্র। নেই কোন দালাল। দালালদের স্থান নেই ওসি রফিকুল হোসেনের কাছে। প্রতিদিন গ্রেফতার হচ্ছে পলাতক আসামীও।
চোর-ডাকাতের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নামেন ওসি রফিকুল হোসেন। ওসির নেতৃত্বে থানার অন্যান্য অফিসাররা ও পুলিশ ফোর্স নিয়ে প্রতি রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালান তিনি। এতে গত এক মাসে থানা পুলিশ বেশকয়েকজন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। কোনও তদবিরে সাড়া না দিয়ে ওসি অত্যন্ত দৃঢ়টার সঙ্গে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছেন। ইতিমধ্যে ওসি রফিকুল হোসেন কয়েক বার পুরস্কৃত হয়েছেন। আলোচিত প্রবাসীর স্ত্রী সুজিনা হত্যা মামলার কয়েকজন আসামীকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে।
উপজেলার পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী সাংবাদিক কে বলেন, বর্তমানে থানার ওসিসহ সকল পুলিশ সদস্য তৎপর থাকায় চুরি-ডাকাতি কমে এসেছে। অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে আইনশৃংখলা অনেক ভাল রয়েছে বলে তিনি মনে করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj