বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে কচরাখেলী গণকবরে গতকাল সোমবার পুষ্পস্তক অর্পন করেছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। ১৯৭১ সালের ৩১ আগস্ট পাক-হানাদার বাহিনী বিশ্বনাথ ও জগন্নাথপুর উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ১২৬ জনকে হাত-পা-চোখ বেঁধে হত্যা করে ছিল।
গণহত্যা দিবস উপলক্ষে এলাকাবাসির উদ্যোগে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার প্রবীন মুরব্বী ও ওই দিন পাকবাহিনীর নির্মমতা থেকে বেঁচে যাওয়া দবির মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক সিরাজউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান।
শফিকুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেছেন, যাঁদের আতœত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি তাঁদের আতœার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা উচিত। তাঁদের সর্বদা সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে। এক্ষেত্রে কাউকে রাজনৈতিক ভেদাভেদ রাখা উচিত হয়। তিনি আরো বলেন, জাতির জনন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়ে ছিল বলেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়ে ছিল। আর তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জল সীমানা বৃদ্ধির পাশাপাশি দেশ আজ পরিণত হচ্ছে মধ্যম আয়ের দেশে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, শাখাওয়াত হোসেন, শানুর আহমদ জয়দু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম.এ.হান্নান বদরুল, যুবলীগ নেতা শাহীন আহমদ, দবির মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।