মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে আন্ত:জেলা ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার ব্র্যাক শিক্ষা কর্মসুচী পেইজ আয়োজিত ও কলেজ শিক্ষক সমিতির সহযোগিতায় আন্ত:জেলা ইংলিশ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “নট করাপশন, ইল্লিটারেসী ইজ দ্যা মেইন প্রবলেম অব বাংলাদেশ”।
বাংলাদেশের প্রধান সমস্যা নিরক্ষরতা, দূর্নীতি নয় এর পক্ষে ছিল নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে যুক্তিপূর্ন বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর ছাত্র ছাত্রীরা। মডারেটর ছিলেন শায়েস্তগঞ্জ কলেজ এর ইতিহাসের প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন।
বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজীর প্রভাষক মোঃ কামরুল ইসলাম, প্রভাষক মোছাম্মৎ নুরুন্নাহার বেগম ও প্রভাষক মোঃ নজিবুর রহমান। আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট মোঃ আব্দূল মান্নান।
শায়েস্থাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের ছাত্র নাফিজা হক বকুল, রহিমা আছরাফি রিচি ও উসাঈদ মোস্তফা পক্ষে যুক্তিপূর্ণ বক্তব্য রাখেন, এসময় নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ হোসনা আক্তার, সুখমিতা আক্তার ও ইয়াছমিন আক্তার বিপক্ষে যুক্তি খন্ডন করে বক্তব্য উপস্থাপন করেন এবং ২য় পর্বে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল বনাম নবীগঞ্জ নাদামপুর উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বক্তৃতা করেন এহসানুল মাহবুব, মোঃ রাজিব মিয়া ও মোছাঃ লিমা আক্তার বিতর্কে যুক্তি উপস্থাপন করেন।
বিচারক মন্ডলী সায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলকে সর্বোচ্চ নম্বর প্রদান করে দলনেতা হোসাঈদ মোস্তাফাকে শ্রেষ্ট বক্তা হিসেবে ঘোষনা করেন।