চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের হাসারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র বাবুল হোসেন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে চুনারুঘাট থানার এসআই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বাবুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। সে এতদিন আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন জানান, আমাদের অভিযান প্রতিদিনই চলবে।