বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চিচিরকোট গ্রামে এক চাকুরীজিবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
ডাকাতরা ঘরে থাকা মহিলাদেরকে বেঁধে ডাকাতি করে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার চিচিরকোট গ্রামের মৃত মনোরঞ্জনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘঠে।
জানা যায়, সিলেটে একটি সফটওয়্যার কোম্পনীতে চাকুরীরত মিঠু দেব জানান, ভোররাতে ১০ জনের একটি ডাকাত দল ঘরে ডুকে বাড়িতে থাকা দু’জন মহিলাকে বেঁধে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা স্বর্ণলংকার ফ্রিজ বিছনাপত্র সহ সব কিছু নিয়ে যায়।
তিনি খবর পেয়ে সকালে গ্রামে বাড়িতে এসে এসব জানতে পারেন।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির সহ: পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল বাছিত দুপুর ১২টার জানান, আমি একটু আগে ডাকাতির ঘটনা শুনেছি আমি সাটিয়াজুড়ি একটি সংঘর্ষের ঘটনা ঘটেঠে সেখানে আছি।