মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় খালের পানিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
মঙ্গলবার সকাল ৯টায় ও সাড়ে ১০টায় লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- উপজেলার রুস্তমপুর গ্রামের সেলিম মিয়া (২৮) ও টিটু মিয়া (২৬)।
স্থানীয়রা জানান, সোমবার(৭সেপ্টেম্বর) সেলিম মিয়া ও টিটু মিয়া কাঠ নিয়ে নৌকাযোগে মাধবপুর বাজারে ‘স’মিলে যাওয়ার পথে খাস্টি নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নদীতে ডুবে নিখোঁজ হন। এ ঘটনায় বাবা-ছেলেসহ আরও চারজন আহত হন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোল্লা মনির হোসেন জানান, সোমবার (৭সেপ্টেম্বর) খোঁজাখুঁজির পর লাশ না পেয়ে সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
পরে মঙ্গলবার সকালে আবার উদ্ধার অভিযানে নামে ডুবুরিদল। কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া থেকে সামান্য দূরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। সকালেই লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম দ্য রিপোর্টকে জানান, ২০১৩ সালের দিকে ওই তারে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি মারা যান।
এদিকে, সোমবার(৭সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনাস্থল এবং নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সান্ত্বনা দেন।
এ সময় তিনি ব্যক্তিগতভাবে টিটুর পরিবারকে দুই হাজার ও সেলিমের পরিবারকে তিন হাজার টাকা সহযোগিতা করেন।