স্টাফ রিপোর্ট॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের বন্যা দূর্গত মানুষের পাশে দাড়িয়েছেন কসবা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসীরা। কসবাসহ ৩গ্রামের ১হাজার অকাল বন্যার্তদের মধ্যে চাল বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ঐতিয্যবাহী কসবা গ্রামের মাষ্টার বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী ও সাটার একাউনটেন্ট মাহমুদ এ রুপ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাকিম, আনোয়ার হোসেন , প্রফেসার শাহ আলম, জান মোহাম্মদ, আব্দুল আলী, আব্দুল আজিজ লাকী, আবু তাহের। তাদের যৌথ অর্থায়নে কসবা, চরগাঁও ও উমরপুর গ্রামের প্রায় ১হাজার হতদরিদ্র ও বন্যা দূর্গতদের মধ্যে মাথা পিছু ১০কেজি করে চাল বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, হাজ্বী ছালেহ আহমদ, কসবা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল হাই, কসবা জামে মসজিদ কমিটির সদস্য আব্দুল হক, কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিরুল ইসলাম, কসবা জামে মসজিদের মোতাওয়াল্লি নিজাম উদ্দিন, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক সমাচার এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ,অনলাইন কসবা নিউজ স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ,সালেক আহমদ,মুজিব উদ্দিন,রাসেল আহমদ প্রমূখ।