বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাহুবলে মানববন্ধন করেছে বাহুবল অটো টেম্পু, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরপুর বাজারে ঢাকা সিলেট মহাসড়কে বন্ধন মালিক সভাপতির সভাপতি নাজন মিয়ার সভাপতিত্বে শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, বিএনপি থানা সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল, শ্রমিক নেতা আসকার আলী, জিতু মিয়া, হায়দার আলী শিকদার, বন্ধন মালিক সমিতির নেতা ফরিদ মিয়া, মাসুক মিয়া, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আমীন শাহজাহান, নিরঞ্জন সাহা নিরু, আব্দুল আহাদ কাজল, জনাব আলী প্রমূখ।
এসময় বক্তাগণ অবিলম্বে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে সহস্রাধিক সিএনজি অটোরিক্সা শ্রমিক অংশগ্রহণ করেন।