মো: শাহীন আহমেদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের দেশ নাট্য গোষ্ঠীর সংগীত বিভাগের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শ্রক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে দেশ মঞ্চে এ পরিক্ষা অনুষ্টিত হয়েছে। দুটি বিভাগে প্রায় ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।
গানের ওস্তাদ স্বপন সুত্রধরের পরিচালনায় বিচারকের দায়িত্ব পালন করেন ওস্তাদ ফারুক দেওয়ান, হারুন সাঁই ও কাজল বৈদ্য। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য আজদু নিয়াজ, এম এ ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সুমন, কবির আহমেদ জুম্মান, আল আমিন, কবি হাবিব, জনি রানী দাস, অবিভাকদের মধ্যে শেখ একে এম সুফি, অন্জনা দত্ত প্রমূখ।
সংগঠন সুত্রে জানা যায় শায়েস্তাগঞ্জের ঐতিহ্য বাহী এই নাট্য সংগঠন নাট্য চর্চার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অভিনয়, সঙ্গীত, নৃত্য ও চিত্রাংকন বিভাগে প্রশক্ষন দিয়ে আসছে। সারা বছরের প্রশিক্ষন শেষে বার্ষিক পরিক্ষা নেয়া হয়।
সংগঠনের সাধারন সম্পাদক হারুন সাঁই জানিয়েছেন ২০১৫ সালের নতুন ব্যাচে ছাত্র ছাত্রি ভর্তি চলছে। আগ্রহিরা দেশ কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।