বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবলে ২ লক্ষাধিক টাকা মূল্যের গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা সদর সংলগ্ন ইসলামাবাদ আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে ।
পুলিশ জানায়, বাহুবল উপজেলা সদর সংলগ্ন মহাসড়কের মৌচাক পয়েন্টে দীর্ঘদিন ধরে ইয়াবা, মদ, গাঁজা সহ বিভিন্ন ভাঙ্গারি পণ্যের ব্যবসা করে আসছে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত কুদরত আলীর পুত্র মোকলেছ মিয়া।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাচারের প্রস্তুতিকালে বাহুবল মডেল থানার এসআই দেলোয়ার ও এসআই নাঈম-এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মহাসড়কের মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন হীরা মিয়ার ভাড়া বাসা থেকে পুলিশ ২ লক্ষ টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।
এ সময় ওই বাসার ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী হেলিম মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও ইমান আলীর পুত্র সোহেল মিয়া (২৫) কে পুলিশ আটক করে।
আটককৃতদের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে। এছাড়া ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার মূলহুতা মোকলেছ মিয়া, তার ম্যানেজার কেশব দত্ত ও হেলিম পালিয়ে যায়।
পলাতক মাদক ব্যবসায়ীরাও আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা।