মোঃ রহমত আলী : হবিগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি দেশের অন্যতম বৃহৎ ঔষধ উৎপাদক প্রতিষ্ঠান ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস’এর সবগুলো ঔষধ বিক্রি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পৌর শাখার এক সভায় উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
খোজ নিয়ে জানা যায়, স্কয়ার ফার্মাটিউটিক্যালস এর প্রতিনিধিদের অহমিকাপূর্ণ আচরণের কারণে দীর্ঘদিন ধরেই ফার্মেসি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
এছাড়া অন্যান্য কোম্পানী মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরত নিলেও স্কয়ার এর প্রতিনিধিরা এতে খুবই গরিমসি করেন। তাদের সহস্রাধিক প্রডাক্টের মধ্যে চাহিদার বাইরে ভুলবশত কোন একটি প্রডাক্টের অর্ডার এসে গেলে স্কয়ার তা ফেরত নিতে অস্বীকার করে। একটি নির্দিষ্ট অংকের টাকার নিচে তারা অর্ডারও নেয় না।
এছাড়া ফার্মেসি মালিকের স্বার্থ সংরক্ষণের ব্যাপারেও তাদের কোন আগ্রহ কাজ করে না। ফলে ওইসব বিষয়ে স্কয়ার এর বিরুদ্ধে ক্ষোভের ফলশ্র“তিতে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পৌর কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হয়।
এ ব্যাপারে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি হবিগঞ্জ শাখার সভাপতি শ্যামল মোদক জানান, হবিগঞ্জ পৌর এলাকার সকল ফামেসী মালিকদের নিয়ে সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ত্রিদেব চৌধুরী বাচ্চু, মর্তুজা ইমতিয়াজ, পীযুষ চক্রবর্তী, একেএম নাছিম, হুমায়ুন কবীর, বিষ্ণু সূত্রধর, গৌতম রায়, স্বপন মোদক, পলাশ মোদক, অমিত মোদক, মোঃ ওয়াহিদ সহ উপস্থিত সকল ফার্মেসীর মালিক তাদের নিজেদের বক্তব্য পেশ করেন। সভায় সর্বসম্মতভাবে ফার্মেসী মালিকদের স্বার্থ স্কয়ার কোম্পানী আমলে না নেয়ায় পৌর এলাকার সকল ফার্মেসী স্কয়ারকে বয়কট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সিদ্ধান্ত স্থানীয় প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়। ঈদের পর উপজেলা সহ সকল শাখার নেতৃবৃন্দকে নিয়ে সমস্ত জেলায় স্কয়ারকে বয়কটের অনুরোধ জানানো হলো।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj