স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নের মোজাহের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্যের বিরুদ্ধে সংস্ককরণের মালামাল আত্মসাতের অভিযোগ দাখিল করেছে ম্যানেজিং কমিটির আরেক সদস্য।
উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত একটি অভিযোগ গত ২০-৯-১৫ইং তারিখে দাখিল করেছে ম্যানেজিং কমিটির এক সদস্য। অভিযোগে সুত্রে জানা যায়, সদর উপজেলার উত্তর বিশাউড়া গ্রামের ওয়াফিজ উদ্দিনের ছেলে মোঃ জাহির মিয়া মোজাহের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হয়ে কমিটির সাথে দূর্নীতি ও প্রতারণা করে আসছে।
স্কুল সংস্কার কাজের আধা পুরাতন ২১বান টিন ও ৫০ফুট কাঠ (আনুমানিক মূল্য এক লাখ চার হাজার) টাকা গত ৫-৯-১৫ইং তারিখে জাহির মিয়া কমিটির কাউকে না বলে নিজ বাড়িতে নিয়ে যায়। যা টেন্ডারে বিক্রির কথা ছিল।
পরবর্তিতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যগণ এবং এলাকার লোকজন এ ব্যাপারে একটি সালিশ বৈঠকে স্কুলের মালামাল ফেরত দেয়ার কথা বলে জাহির মিয়া। কিন্তু আদৌ মালামাল ফেরত দেয়নি।
কমিটি চাপ সৃষ্টি করলে জাহির মিয়া নানাভাবে তাল বাহানা করে আসছে। দাঙ্গাবাজ জাহির মিয়ার বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ শেখ কামাল অভিযোগ দাখিল করেন। মোজাহের উচ্চ বিদ্যালয়ের আত্মসাৎকৃত মালামাল উদ্দারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন স্কুল ম্যানেজিং কমিটি।