হবিগঞ্জ: হবিগঞ্জ-তিন (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. আবু জাহির ও সিলেট বিভাগীয় পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমানকে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতা কারণ্যক সরকারকে (৩৮) আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকা থেকে তাকে আটক করে।
আটক কারণ্যক সরকার জেলার বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের বানেশ্বর সরকারের ছেলে।
বুধবার দুপুর ২টায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৪ মিনিট থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে ও ভয়েস কল দিয়ে এমপি আবু জাহির ও ডিআইজি মিজানুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়।
১৭ সেপ্টেম্বর পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের মতিউর রহমানের ছেলে বোরহান উদ্দিন রুমন (২৪) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মিজানুর রহমানকে (২৪) আটক করে। পরে তাদের দেওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে বুধবার মূল হুমকিদাতা আরণ্যক সরকারকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, আরণ্যক মোবাইল ফোনের যে সিম ব্যবহার করে এমপি ও ডিআইজিকে হুমকি দেন, ওই সিমটি আরণ্যকের পাশের বাড়ির সুরঞ্জনের নামে রেজিস্ট্রেশন করা। তার সঙ্গে আরণ্যকের পারিবারিক বিরোধ রয়েছে। এর জের ধরে তিনি সুরঞ্জনকে ফাঁসাতে প্রতারণার মাধ্যমে সুরঞ্জনের সিমটি কাস্টমার কেয়ার থেকে উঠিয়ে এ হুমকি দেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোক্তাদির উপস্থিত ছিলেনে।