বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকায় বাসচাপায় কালন বিবি (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তিনি শুক্রবার পবিত্র ঈদুল অাযহার দিনে ঈদের মাংস নিতে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন। দুপুর ১২ টার দিকে ঢাকা-সিলেট মহা সড়কের পুটিজুরী বাজার সংলগ্ন দক্ষিন পার্শ্বে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহন বাস ( ঢাকা মেট্রো ব- ১১- ৩৭৬৫) স্থানীয় নোয়াপাড়া গ্রামের কালন বিবি নামক এক বৃদ্ধাকে চাপা দিলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক বাসটিকে পুটিজুরীর স্থানীয় জনতা শায়েস্থাগঞ্জ থেকে অাটক করে পুটিজুরী ইউপি অফিসে নিয়ে অাসে।
এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।