সৌদিআরব প্রতিনিধি ঃ সৌদি আরবের মক্কার মিনায় শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে নিহত বাংলাদেশি ৯ হাজির মৃতদেহ সনাক্ত করতে পেরেছে হজ এজেন্সি এবং নিহতদের স্বজনরা। এর আগে জেদ্দা হজ কাউন্সিলর শহিদুল করিম বাংলামেইলকে ৫ জন হাজির প্রাণহানির খবর জানিয়েছিলেন।
নিহত হাজিরা হলেন- জামালপুরের বাসিন্দা ফিরোজা বেগম (৫৪)। সুনামগঞ্জের হাজিপাড়া এলাকার বাসিন্দা জুলিয়া হুদা (৪০)। ফেনীর তাহেরা বেগম (৭৩) এবং তার ভাই নূর নবী মিন্টু (৬৯) মুন্সীগঞ্জের জাহানারা আরজু, বি-বাড়িয়ার গোলাম মোস্তফা,শরিয়তপুরের এম এ রাজ্জাক ও হাসিনা আক্তার, দিনাজপুরের কেরামত আলি। এ ঘটনায় আরো অনেক বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে ।
এদিকে শুক্রবার রাত থেকেই মিনায় পদদলিতদের মৃতদেহগুলো সানাক্তকরণের কাজ শুরু হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত হাজি এবং তাদের স্বজনরাও নিখোঁজ হাজিদের তথ্য জানাতে ফোন করুন- ০০৯৬৬ ৫৪৬ ৩৩০ ৩৪৬ নম্বরে অথবা হাজিদের ছবি এবং বিস্তারিত নামসহ মেইল করুন bangla.vashii@gmail.com-এ।