মোতাব্বির হোসেন কাজল : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ- লস্করপুর নামকস্থানে যাত্রীবাহি বাস উল্টে ১জন নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন।
গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ লস্করপুর রেলক্রসিংয়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে বাঁচাতে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাজীপুর জেলার মৌচাক এলাকার বক্কর আলীর ছেলে সাহেব আলী (৪৫) বাসের নিচে চাপা পড়ে নিহত হন।
নিহতের স্ত্রী হাউমাউ করে কেঁদে কেঁদে এ প্রতিনিধিকে জানায়, আমার স্বামী সহ আমার দুই মেয়েকে নিয়ে সিলেটের মাজারে গিয়েছিলাম। আমার স্বামী ও আমি গাজীপুরের মৌচাকে জাল মুড়ির ব্যবসা করি। আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায়।
বাসে থাকা আহত যাত্রী ইসমাইল হোসেন জানান, গাজীপুর থেকে শনিবার বিকেলে একটি বাসযোগে সিলেট মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রবিবার বেলা ৩টার দিকে সিলেট মাজার থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো জ ১৪-০০৬৪) বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে বাচাতে চালক হার্ড ব্রেক করলে মহাসড়কেই বাসটি উল্টে যায়।
তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।