বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের মানিকপুরে গনধোলাই এর শিকার দুই মাদকসেবী।৪ নং ওয়ার্ডের মেম্বার সামসুল আলম ও ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি আলামিন আলম গতকাল রবিবার সন্ধ্যায় দুই মাদকসেবী ধরে গনধোলাই দিয়েছেন।তাদের নাম ফজল(৪৫) ও মোখলেছ (২৫)।
গত ২৬ তারিখে ইয়্যূথ সোস্যাল অর্গানাইজেশনের উদ্যেগে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, সমাবেশে বাঘাসুরা ইউনিয়ন ও তার আশেপাশের এলাকা থেকে আগত উপস্থিত সচেতন জনসাধারণ শপথ করেছিলেন যে, যেখানেই মাদক-সেখানেই প্রতিরোধ, তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।
একজন জনপ্রতিনিধির এমন কাজে এলাকায় সাধারন জনগণ ও প্রেরণা খুজে পেয়েছেন।