সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ হবিগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র টাউন হল রোডের এ আর প্লাজায় বিশ^বিখ্যাত মোবাইল ফোন কোম্পানী হুয়াওয়ে মোবাইল এক্সক্লোসিভ ব্যান্ড এর শো-রুম উদ্ধোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকালে মিলাদ মাহফিল শেষে কেক কেটে হুয়াওয়ে মোবাইল কোম্পানীর কর্মকর্তা (এ এস এম) দ্বীন ইসলাম রানা, টেলিটোনের সত্ত্বাধিকারী এবং হুয়াওয়ের একমাত্র হবিগঞ্জ জেলা ডিস্টিবিউটর সৈয়দ আদনান আহমেদ হবিগঞ্জ শহরে টাউনহল রোডে এ আর প্লাজায় বিশ^বিখ্যাত মোবাইল ফোনকোম্পানীর এক্সক্লোসিভ ব্যান্ড এর সুন্দর মনোরম পরিবেশে শো-রুম উদ্ধোধন করেন। উল্লেখ্য, হুয়াওয়ে মোবাইল ফোন কোম্পানী টি বর্তমানে বিশে^র ২য় অবস্থানে রয়েছে। উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন নাজমূল মোস্তফা সুগীত, সৈয়দ তানভীর আফছার অপু, সৈয়দ রাজিব আহমেদ লিমন সহ অসংখ্য হবিগঞ্জ শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তি উপস্থিত ছিলেন।