প্রেস বিজ্ঞপ্তিঃ বাহুবল উপজেলার, ভাদেশ্বর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষনুরাগী সদস্য, সাবেক ইউপি সদস্য অজিত দত্ত গত বৃহস্পতিবার রাত ০৮ ঘটিকার সময় পরলোক গমন করেন।
অজিত দত্তের পরলোক গমন করায় শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ৭নং ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সাহেব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
আবুল হাসেম সাহেব আবেগ আপ্লত কন্ঠে বলেন, অজিত দত্ত আমার ছোট সময়ে খেলার সাথি। আমরা দু’জন এক সাথে রাজনীতি করেছি ব্যবসা করেছি । সে অত্যান্ত সৎ ও দেশপ্রেমীক ব্যক্তি ছিল তাঁর পরলোক গমনে দেশ একজন শিক্ষনুরাগী দেশপ্রেমীক ব্যক্তি হারাল।
এছাড়াও অজিত দত্তের পরলোক গমনকরায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।