হবিগঞ্জ:হবিগঞ্জ শহরের রাজনগর মুছি বাড়ি থেকে তুলসী বণিক (৫০) নামে এক মাদকসেবীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে আধাঁ কেজি গাঁজা ও ৫লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
সে নোয়াহাটি এলাকার গোবিন্দ বণিকের পুত্র।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনগর বাইপাস মুছি বাড়িতে মাদক ব্যবসা জমে উঠেছে।শুক্রবার তুলসি বণিক মুছি বাড়ি থেকে উল্লেখিত মাদক ক্রয় করে রিক্সায় উঠার সময় ডিবির এসআই আব্দুল করিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার সাথে থাকা অন্য মাদকসেবীরা পালিয়ে যায়।