নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জে ৩১ জন আলোকচিত্রীর ছবি নিয়ে ‘লাইফ অ্যান্ড নেচার’ নামে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রোটারি ক্লাব অব হবিগঞ্জ-খোয়াই’র আয়োজনে জেলা প্রেসক্লাবে প্রদর্শনীর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলোকচিত্র শিল্পীরা বাংলাদেশের নিসর্গ, জীববৈচিত্র্য, জনজীবনসহ নানা বিষয়ের ছবি তুলে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন, তাতে বহির্বিশ্বে দেশের সুনাম বাড়ছে।
রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র প্রেসিডেন্ট ডা. এসএস আল আমিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি তোফাজ্জল সোহেল।
বিশেষ অতিথি ছিলেন- রোটারিয়ান ডা. মো. জমির আলী, মো. সিরাজুল ইসলাম ও তাহমিনা বেগম গিনি।
প্রদর্শনীতে ৩১ জন আলোকচিত্রীর ৭০টি ছবি স্থান পেয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব জালাল আহমেদ, আনসার উদ্দিন খান পাঠান, অভিনেতা হাসান মাসুদ, শফিকুল ইসলাম কিরণ, আবীর আব্দুল্লাহ, কুদরাত-এ খোদা’র তোলা ছবিও রয়েছে।
প্রদর্শনী দেখতে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। শনিবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা) প্রদর্শনী চলবে।