নিজস্ব প্রতিনিধি ঃ গত শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা জমিয়ত গঠনকল্পে সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে মাওঃ আঃ সহিদ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কাদির হোসাইনী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক মাওঃ সৈয়দ ফয়জুল বারী, নবীগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ ওয়াইসি, মাওলানা ইনছানুজ্জামান চৌধুরী, মাওলানা আব্দুল মানিক চৌধুরী, মাওলানা লুৎফুর রহমান দেওবন্দী, সফিকুর রহমান চৌধুরী, হাজী মনোয়ার মিয়া, মাওলানা আঃ সালাম, মোঃ তাজুল ইসলাম, মাওঃ আব্দুল ছমেদ, আলহাজ্ব আঃ খালিক, মাওঃ শিব্বির আহমদ, মাওঃ আঃ হক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক চৌধুরীকে সভাপতি, আলহাজ্ব মাওলানা আব্দুস সহিদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বানিয়াচং উপজেলা কমিটি গঠন করা হয়।