নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পশ্চিম বরচর গ্রাম থেকে তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিমের। পাশাপাশি পৃথক স্থান থেকে চুরির সাথে সম্পৃক্ত ছাত্রলীগ নেতাসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, রবিবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ রেল কলোনি থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় আব্দুল কাদির (৩০) নামে এক যুবককে। আব্দুল কাদিরকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ি শায়েস্তাগঞ্জের পশ্চিম বরচর তালুকদার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ওই গ্রামের মুখলেছ মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় এসআই করিমের চুরি হওয়া সাইকেলসহ ৩টি মোটর সাইকেল। সেইসাথে আটক করা হয় আব্দুস শহিদ (২২) নামে আরেক যুবককে।
আটককৃত আব্দুস শহিদ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দোয়ালিয়া গ্রামের সামসু মিয়ার পুত্র। উপরে আটককৃত কাদির ও শহিদের স্বীকারোক্তি অনুযায়ি লস্করপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয় শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হক (২২) কে। নাজমুল হক ওই গ্রামের মোজাম্মেল হকের পুত্র। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।