হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ উজ্জল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুল লতিফের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উজ্জল বানিয়াচঙ্গ উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে সে একটি রিক্সা দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে আটক উজ্জল মিয়া জানায়, সে শহরের দীর্ঘদিন ধরে রিক্সা চালিয়ে যাচ্ছে। গতকাল বিকেলে পোদ্দার বাড়ি থেকে তার রিক্সায় দুই যাত্রী উঠে। কিন্তু তারা হঠাৎ করে একটি ব্যাগ রেখে রিক্সা থেকে নেমে আড়াল হয়ে যায়। এরই মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু ঘটনার সাথে সে জড়িত নয়।