মোঃ রহমত আলী ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদরের গ্রামীণ জনপদের সবকটি প্রধান পাকা সড়কের বেহাল দশা । দেখার যেন কেউ নেই। হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান মটর সাইকেল যোগে বিরামহীন আড়াই ঘন্টা ব্যাপী পরিদর্শন করে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষকে রাস্থাগুলিকে সর্বোচ্ছ অগ্রাধিকারক্রমে দ্রুত উন্নয়ন সংস্কার করে মহাগ্রামবাসীর ক্ষোভ প্রশমানের দাবী জানান । বাস্তবে পথচারী, সাইকেল, টেলাগাড়ী, রিক্সা, সি.এন.জি, ট্রাক, জীপসহ কোন প্রকারের পরিবহন চলাচল করতে পারেনা। বানিয়াচং সর্Ÿস্তরের মানুষ খানাখন্দে ভরপুর, হাটুভাঙ্গা, কোমরভাঙ্গা, সোল্ডারভাঙ্গা, মাথাভাঙ্গা, রাস্থায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হয়ে ক্ষোব্দ হয়ে অশালীন কু-রুচিপুর্ন স্থানীয় ভাষায় বখা যকা করতে শুনা যায় সংশ্লিষ্ট কর্তাদেরকে। সদরের প্রতিটি লোকের বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে মহাগ্রাম বানিয়াচঙ্গের উন্নয়নে সরকার বিমাতা সুলভ আচরন করেছে।
বাইরের আত্বীয়স্বজন ভাঙ্গাচোরা সংস্কারহীন সড়ক ও রাস্থার কারনে বেড়াতে আসা যাওয়া করছেনা ঈদ পুজা পর্বনেও রাস্থা ঘাটের দুরবস্তার কারনে নিজ জন্মভূমি বাড়ী আসা যাওয়া ছেড়ে দিয়েছে স্বদেশী প্রবাসীরাও।
বানিয়চঙ্গবাসী সদরের রাস্তা ঘাটের উপর দিয়ে চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন সকাল ৯টা থেকে বিরামহীন আড়াই ঘন্টা মোটরসাইকেলে পরিদর্শন করেছেন তন্মধ্যে ছিলাপাঞ্জা-বানিয়াচং বাজার, কুন্ডুরপাড় সড়ক, বড়বাজার- ৫/৬নং বাজার-বনমথুরা-সড়ক,এল.আর হাইস্কুল-কুন্ডুরপাড় সড়ক, শরীফখানীর রাস্থা, সাগর দিঘীর উত্তরপাড় রাস্থা, ৫/৬নং বাজার কুতুবখানী রাস্থা, বড়বাজার-বাবুরবাজার-শরীফউদ্দিন সড়ক।
বড়বাজার-আদর্শ বাজার-আমীরখানী রোড, তকবাজখানী স্কুল-২নং ইউ.পি অফিস সড়ক, আদর্শ বাজার ৫/৬নং বাজার রাস্থা, বড়বাজার-সারংবাজার রাস্থা, শেখেরমহল্লা সড়ক, বড়বাজার নতুনবাজার আদারবাড়ীর রাস্থা, পুরানবাগ নন্দিপাড়া সড়ক, আদর্শবাজার-আমীরখানী-বাবুর বাজার সড়ক, হবিগঞ্জ বানিয়াচং সড়ক থেকে শরীফ উদ্দিন সড়কের ৫কিলোমিটার বুরুজপাড়া পর্যন্ত রাস্তায় চলাচলে অনপযোগী।