হবিগঞ্জ: হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে আমি হবিগঞ্জ-লাখাইবাসীর সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখি।
দু’বার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করেছেন। আর আমিও আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের সকল প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমি জনসেবাকে ইবাদত মনে করে সার্বক্ষণিক আপনাদের সেবায় কাজ করে আসছি।
আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে হবিগঞ্জ-লাখাই এলাকায় বিদ্যুৎ, যোগাযোগ ও শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। ভবিষ্যতেও এ ধরণের উন্নয়ন অব্যাহত রাখব ইনশাল্লাহ।
তিনি বলেন- অল্প কিছুদিনের মধ্যেই লাখাই উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে।
শনিবার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন শেষে বিশাল জনসভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব ফারুক মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাঈদ খোকনের পরিচালনায় বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, মাস্টার এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদ, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, মাসুক মিয়া তালুকদার, শাহ্ রেজা উদ্দিন দুলদুল, সামছু মিয়া, আবুল ফয়েজ, আমিরুল ইসলাম আলম, নাসির উদ্দিন বাচ্চু, রফিকুল ইসলাম ফেরদৌস, তৌহিদ মোল্লা, রোমান, মুখলেছুর রহমান, আব্দুল কদ্দুছ, মাহমুদুল হাসান চৌধুরী মুসা, ফয়সল আহমেদ প্রমুখ।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৪৬ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে ৩.৮৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করেছে। এর ফলে ৩৭৭ জন আবাসিক এবং ৩ জন বাণিজ্যিক গ্রাহক বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj