নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সারাদেশের ন্যায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে।
সকাল ১০টা থেকে একযোগে সবকটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে।
এবারের পরীক্ষায় জেলায় মোট ২৬ টি কেন্দ্রে ২৫ হাজার ৮শ’ ৮১ জন পরীক্ষার্থী আংশ গ্রহন করবে। এর মধ্যে ১১ হাজার ২শত ২৯ জন ছাত্র ও ১৪ হাজার ৬শত ৫২ জন ছাত্রী।
এ বছর বোর্ডের অধীনে সিলেট জেলায় সব ছেয়ে বেশী পরীক্ষার্থী ও সব ছেয়ে কম পরীক্ষার্থী অংশ গ্রহন করছে হবিগঞ্জ জেলা থেকে।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় এ বোর্ডে ৪ জেলায় ১ লাখ ২৮ হাজার ৯শত ৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।