হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ইয়াং টাইগার অনুর্ধ-১৮ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার সকালে আধুনিক স্টেডিয়ামে প্রদান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলমরে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবদুর রউফ,হবিগঞ্জের বয়স ভিত্তিক দলের স্পন্সর রোটারিয়ান মিজানুর রহমান মিজান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সাধারন সম্পাদক ও ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক আমিনুর রশীদ এমরান, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, সফিকুজ্জামান হিরাজ, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ,জনটু প্রমুখ।
উদ্বোধনী খেলায় সিলেট জেলা সুনামগঞ্জ জেলাকে ১০ উইকেটে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৯.১ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮৭ সংগ্রহ করে। দলের পক্ষে ফাহিম সর্বোচ্চ ৩৪ রান সংগ্রহ করে। সিলেটের ইশাক ৫টি উইকেট লাভ করে।
জবাবে সিলেট জেলা মাত্র ২৭.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে সোহাদ ৩১ ও ইমন ২৯ রান সংগ্রহ করেন।
শনিবার (১৪নভেম্বর) স্বাগতিক হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা মুখোমুখি হবে। একই মাঠে ২৩ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্টিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj