হবিগঞ্জ: হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ গরীব মানুষের দল। এই দল ক্ষমতায় নয়, জনগণের সেবায় বিশ্বাসী। আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ কিছু পায়। অন্যদিকে বিএনপি জোট ক্ষমতায় থাকলে লুটপাট আর জঙ্গী তৎপরতায় মেতে উঠে।
তিনি শনিবার বিকেলে লাখাই উপজেলার মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী টিপু, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মোঃ মোক্তার হোসেন বেনু, কৃষকলীগ সভাপতি শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, যুবলীগ সভাপতি এনামূল হক মামুন।
অন্যান্যের মাঝে মাসুক মিয়া তালুকদার, আবুল কালাম আজাদ, বজলুর রহমান, আব্দুল বাছির, আব্দুল কাইয়ুম ভূইয়া ও নূর আহমেদ, মাহমুদুল হাসান, ছাত্রলীগ নেতা তৌহিদ মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ছাড়াও উপজেলার ৬টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে এসে উপস্থিত হন।
এ সময় সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরকে জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনিত করায় ফুলের শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ এবং দলীয় নেতৃবৃন্দ।