মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন জনবান্ধব সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত আয়ের দেশে হিসেবে গড়তে হলে সমাজের কোনো প্রতিবান্ধকে বাদ দিয়ে সম্ভব নয়। প্রতিবন্ধী শিশুর শিক্ষা নিশ্চিত করণে জনতার সংলাপ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। রোববার সকাল ৯টায় স্থানীয় জেলাপরিষদ মিলনায়তনে ডিএফআইডি’র সহযোগিতায়, গণসাক্ষরতা অভিযান ও এসেড হবিগঞ্জ উক্ত জনতার সংলাপের আয়োজন করে। এসেড হবিগঞ্জ এর সভাপতি এ্যাডভোকেট মোঃ ইলিয়াস বখত এতে সভাপতিত্ব করেণ। প্রধান অতিথি আরও বলেন,প্রতিবন্ধিরা কারো বোঝা নয়। তাদেরকে সঠিক পরিচর্চার মাধ্যমে সুন্দর স্বাভাবিক ও আলোকিত জীবনে নিয়ে আসা সম্ভব। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসেডের নির্বাহী পরিচালক মোঃ জাফর ইকবাল চৌধুরী। অনান্যদের মাঝে বক্তৃতা করেন সিডিডি’র নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান, জেলা সমাজ সেভা কর্মকর্তা মোঃ সোয়েব হোসেন চৌধুরী,জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন ও প্রতিবন্ধি ফোরামের সভাপতি প্রতিবন্ধি রজব আলী খান নজিব প্রমূখ। প্রতিবন্ধি,অভিভাবক, শিক্ষক, এসএমসির সদস্য, প্রতিবন্ধি ও এনজিও সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক সুশিল সমাজের নেতৃবৃন্দ সংলাপে উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj