এম এ আই সজিব ॥ মানবতাবিরোধী জামায়াতের জেনারেল সেক্রেটারী আলী আহসান মোজাহিদের ফাঁসি পরবর্তী নাশকতা এড়াতে হবিগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়া আজ সোমবার জামায়াত হরতাল আহ্বান করায় এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার পুলিশের পাশাপাশি সকাল থেকে ২ পার্টুন বিজিবি, ১ পার্টুন র্যাবকে শহরে টহল দিচ্ছে। তারা শহরের বিভিন্ন প্রবেশপথে ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট বসিয়ে যানবাহন ও লোকজনকে তলাশি করছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকেও পুলিশ মাঠে আছে। নাশকতাকারীদের ধরতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। শহরের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।