হবিগঞ্জ: হবিগঞ্জের পাঁচস্থানে সিরিজ বোমা হামলা মামলার একটিতে আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এক সাক্ষী।
মঙ্গলবার দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাফরুজা পারভীনের আদালতে এ সাক্ষগ্রহণ করা হয়।
এর আগে জঙ্গি সংগঠন জেএমবি সাবেক প্রধান সাইদুর রহমানসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়।
আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হাফেজ হুজাইফা উরফে ওবায়দুল্লা ও জেএমবির সাবেক প্রধান সাইদুর রহমান, তার ছেলে এইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ও বেলাল হোসেন ওরফে তামিমকে হবিগঞ্জ কারাগার থেকে আনা হয়।
মামলার অপর দুই আসামি সালাউদ্দিন ও শফিকুল শুরু থেকেই পলাতক আছেন।
আদালতে বিশেষ ট্রাইব্যুনাল ৮নং মামলায় সাক্ষী শরীফ চৌধুরী সাক্ষ্য প্রদান করেন। ইতোপূর্বে এ মামলায় ৪৫ সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষ্য দেন।
আদালত আগামী ৭ জানুয়ারী মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক পাঁচটি মামলা দায়ের করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj