বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সুষ্ঠ পরিকল্পনার অভাবে সিলেটের বিশ্বনাথে দিন দিন কমছে কৃষি জমির পরিমাণ। ফলে কমছে কৃষি পণ্যের উৎপাদনও। অপরিকল্পিতভাবে কৃষি জমিগুলো ভরাট করে বাসা-বাড়ি নির্মাণের ফলে প্রবাসী অধ্যুষিত উপজেলার কৃষি জমি কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অনেক স্থানে ভরাটকৃত কৃষি জমির ওপর এসব বাসা-বাড়ি নির্মাণের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা না রাখার কারণে বৃষ্টি হলেই সেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার অনেক স্থানে পানি সেচ ও নিষ্কাষণের ব্যবস্থার পথও বন্ধ হয়ে পড়ছে।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার মোট জমির পরিমাণ প্রায় ৩০ হাজার ৮৩৯ হেক্টর। এরমধ্যে ফসলী জমি প্রায় ১৭ হাজার ২০৫ হেক্টর।
প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় বাসা-বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে এক অলিখিত প্রতিযোগীতা। তাদের (প্রবাসী) অর্থে নির্মিত বাসা-বাড়িতে থাকার মতো লোকজন না থাকার পরও থেমে নেই সে প্রতিযোগীতা।
কৃষি জমিগুলোতে বাসা-বাড়ি নির্মাণ করার জন্য প্রথমেই প্রয়োজন পড়ে নিচুঁ জমিগুলো উচুঁ করার। সেক্ষেত্রে অধিক দামে পার্শ্ববতি জমিগুলো থেকে ক্রয় করা হয় মাটি। আর উপরি ভাগের মাটি বিক্রির ফলে ফসল উৎপাদনের উর্ব্বরতা হারায় এসব জমি।
যুক্তরাজ্য প্রবাসী নুরুজ আলী বলেন, দেশ ছেড়ে ভিন্ন দেশে গিয়ে আয় করি আমরা। আর নিজের রোজগারের অর্থ দিয়ে যদি একটি বাসাই নির্মাণ করতে না পারি হবে কি জন্য এতো কষ্ঠ করা। নিজেদের গৌরব ও নিরাপত্তার জন্যই সুন্দর একটি বাসা বা বাড়ি নির্মাণ করেন থাকেন প্রবাসীরা।
কৃষক ফারুক মিয়া বলেন, উৎপাদিত ফসলের (ধান) চেয়ে উৎপাদন খরছ বেড়ে যাওয়ার কারণে অনেকেই (কৃষক) বাধ্য হয়েই কৃষি জমি ভরাট করে বাসা নির্মাণ করছেন। আর এসব বাসা ভাড়া দিয়ে বেশি টাকা আয় করা যায়।
জলাবদ্ধতা দূর করতে ও কৃষিখ্যাতকে বাঁচিতে রাখতে সবাইকে কৃষি জমিতে অপরিকল্পিতভাবে বাসা-বাড়ি নির্মাণের প্রবনতা কমাতে হবে বলে দাবি করেন সংগঠক জামাল মিয়া।
ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, বাসা-বাড়ি নির্মাণের প্রতিযোগীতায় ব্যস্থ না থেকে প্রবাসীরা যদি বিভিন্ন কলকারখানা স্থাপনে মনোযোগী হন তাহলে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করা সম্ভব হবে।
জমির উপরি ভাগের মাটি, ফসল উৎপাদনের মূলশক্তি দাবি করে উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর আহমদ বলেন, জমির উপরিভাগের মাটি বিক্রি বা সরানোর ফলে জমির উর্ব্বরতা শক্তি যে পরিমাণ হ্রাস পায়, তা ফিরে আসতে কম পক্ষে ২০ বছর সময় লাগবে। তাই জমির উর্ব্বরতা শক্তি ঠিক রাখতে হলে কৃষকদেরকে জমির উপরি ভাগের মাটি বিক্রি বন্ধ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে একটি ফসল উৎপাদনে সীমাবদ্ধ না থেকে নানাবিধ ফসল চাষাবাদে এগিয়ে আসতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj