নিজস্ব প্রতিনিধি : জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা কমিটির সাবেক আহ্বায়ক এম এ সোবহান চৌধুরী আর নেই।
বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন। এর আগে সকালে হবিগঞ্জস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে সিলেট হাসপাতালে নেয়া হয়।
মুরহুম সোবহান চৌধুরীর বাড়ী শায়েস্তাগঞ্জের শরিফাবাদ গ্রামে।
সোবহান চৌধুরীর মৃত্যুতের শোক জানিয়েছেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহাদ চৌধুরী শাহিন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, সহ-সভাপতি প্রফেসর আবিদুর রহমান, এডভোকেট আজমান আলী, এডভোকেট জাবেদ আলী, তাজ উদ্দিন আহমেদ বাবুল, ডাঃ শাহ আবুল খায়ের, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, সুখলাল সুত্রধর, জালাল উদ্দিন আহমেদ, আলহাজ্ব জয়নাল আবেদীন, পিনাকী চৌধুরী, আব্দুস সালাম, গাজী মিছবাহ উদ্দিন, নিজাম উদ্দিন সানু, ফরিদ মিয়া, অলিউর রহমান সোহাগ প্রমুখ।