এম এ আই সজিব ॥ হবিগঞ্জের ৫ পৌরসভা নির্বাচনে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ১ মেয়র প্রার্থীসহ ৬ কাউন্সিলর প্রার্থী।
আপিলে তাদের মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে। বাকী ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুণানী হয়।
বিকেলে জেলা প্রশাসক সাবিনা আলম হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আব্দুল কাদির ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ৭, ৮ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অর্পনা বালা পাল, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের রেজিয়া সুলতানা ও ৪নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শেখ আব্দুল হান্নান, নবীগঞ্জ পৌরসভায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিরর প্রার্থী রোকেয়া বেগম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুর মিয়া, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুখলেছ মিয়াসহ ৭ জনের মনোনয়নপত্র আপীলে বৈধ ঘোষণা করেন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ঃ হবিগঞ্জ পৌরসভায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ, ৬নং ওয়ার্ডের সিতেস চন্দ্র দাস, শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী তুলনা আক্তার চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফিজ নেয়ামুল হক, ৩নং ওয়ার্ডের আব্দুস সালাম, মাধবপুর পৌরসভায় ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী দেলোয়ারা আক্তার হেনা, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমদাদুর রহমান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল মিয়া, চুনারুঘাট পৌরসভায় কাউন্সির প্রার্থী ৪নং ওয়ার্ডের আব্দুস শহিদ।
এব্যাপারে জেলা প্রশাসক সাবিনা আলম সংবাদিকদের জানান, মানোনয়নপত্রের সাথে ব্যাংক চালান, হলফ নামায় স্বাক্ষর না থাকা, ঋণ খেলাপীসহ বিভিন্ন কারণে ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক মেয়র ও ৬কাউন্সিলর প্রার্থী কাগজপত্র সংশোধন করায় তাদের মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় আপিল শুনানীতে অংশ নেন পিপি আকবর হোসেইন জিতু, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মঞ্জুর উদ্দিন শাহীন, আব্দুল হাইসহ অর্ধ শতাধিক আইনজীবি। এসময় হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর দাখিল করা দরখাস্তেরও শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে বলা হয়, মামলা থাকাসত্ত্বেও তিনি নির্বাচন করতে পারবেন। এসময় জেলা প্রশাসক বলেন, আইনের বাইরে কোন কিছু করা হবে না। সভা আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার শফিউল আলম, জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা গণউপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj