স্টাফ রিপোর্টার ॥ পাইকপাড়া বাইপাসে সড়কে ডাকাতির ঘটনায় জড়িত থাকা সন্দেহে আন্তজেলা ডাকাত দলের তিন সদ্যস্য কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাত হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ অমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ।
তারা হল সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের শক্কত আলীর পুত্র সিরাজ আলী (৩৫), মামদপুর গ্রামের মৃত ছয়েদ আলীর পুত্র খালেক মিয়া (২৬) ও উত্তর চতুল গ্রামের মৃত আবদিুল জলিলের পুত্র জয়নাল মিয়া (৩০)। তাদেরকে ব্যপক জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য যে, গত রোবার দিবাগত রাত প্রায় ৩টায় পাইকপাড়া বাইপাস সড়কে ১৫/২০ জনের একটি ডাকাত দল বিয়ের গাড়িসহ কয়েকটি যানবাহনে গণডাকাতি সংঘটিত হয়। ঘটনায় প্রায় নগদ অর্থসহ ১৬লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করেনেয় ডাকাতদল।