সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদে মহান বিজয় দিবস ২০১৫ উপলক্ষ্যে অসহায় গরীবদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।
এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ১৫ বুধবার প্রতি বছরের ন্যায় এবারো চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। এবং জনপ্রতিনিধি মেম্বারদের আয়োজনে ও মৌলভীবাজার বি,এন,এস,বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপী ইউনিয়ন পরিষদে অডিােরিয়ামে দুই শতাধিক অসহায় ও গরীব মহিলা পুরুষদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ দিচ্ছেন মৌলভীবাজার বি,এন,এস,বি চক্ষু হাসাপাতালের ডাঃ মোঃ আব্দুল মান্নান, ডাঃ ইসফাত জাহান তানিয়া, ডাঃ সৈয়দ সাইফুল আলী, জুনিয়র প্যারামেডিক বিদ্যুৎ মাল, সবিতা, রঞ্জিত, মোস্তাকিম এসময় উপস্থিত ছিলেন।
চিকিৎসার সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের মেম্বার সায়েব আলী, আরজু, ওয়াহেদ, অরবিদ প্রোগ্রাম অফিসার সৈয়দ ইশতিয়াক জাবেরিন, দেওয়ান রহুল আমিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব অর্থ সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, নরপতি সাহেব বাড়ির পীরজাদা সৈয়দ সরফুল হাসান প্রমুখ।