ক্রীড়া ডেস্ক : হ্যামিল্টনে শুরু। ১১ বছর পর সেই হ্যামিল্টনেই হলো বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট ক্রিকেটে অভিষেকের পর টানা সবচেয়ে বেশী ম্যাচ খেলা ক্রিকেটার হলেন তিনি। এতে তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সকে।
শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন কিউই দলপতি ম্যাককালাম। তার টেস্ট ম্যাচের সংখ্যা এখন ৯৯। টপকে গেছেন টানা ৯৮ ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সকে। ২০১০ সালের ১০ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ম্যাককালামের। এরপর কখনো দল থেকে বাদ পড়েননি। একটানা খেলে যাচ্ছেন। এখন তিনি দাঁড়িয়ে ৯৯তে। আর একটি মাত্র টেস্ট খেলতে পারলেই একমাত্র টেস্ট ক্রিকেটার হিসাবে গড়বেন অভিষেক থেকে টানা ১০০ ম্যাচ খেলার নতুন বিশ্বরেকর্ড।
অভিষেকের পর সবচেয়ে বেশী টেস্ট ম্যাচ খেলার দিক থেকে ম্যাককালামের পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স (৯৮)। এরপর যথাক্রমে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯৬), ভারতের রাহুল দ্রাবিড় (৯৩) ও শচীন টেন্ডুলকার (৮৪)।
তবে অভিষেকের হিসাব বাদ দিলে টানা ম্যাচ খেলার রেকর্ড কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন অ্যালান বোর্ডারের। তিনি খেলেছেন টানা ১৫৩টি ম্যাচ। এরপর রয়েছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক (১২০), অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ (১০৭), ভারতের সুনীল গাভাস্কার (১০৬)। এরপরই ৯৯ ম্যাচ খেলা ম্যাককালামের অবস্থান।
তবে ম্যাককালামের রেকর্ডটি অনন্য। কারণ তার হিসাবটি অভিষেক টেস্ট থেকে হিসাব করে। যা আর কারো নেই। এমন রেকর্ড কতদিনে ভাঙ্গবে তাও বলা মুশকিল। কারণ ম্যাককালামের পাশে পরেই থাকা ভিলিয়ার্সের এই রেকর্ডে ছেদ পড়েছে। ৯৮টি টেস্ট খেলার পর ইচ্ছাকৃত বিরতি দেন বাংলাদেশ সফরে। সে সময় তিনি সময় দেন সন্তানসম্ভবা স্ত্রীকে। এখন সময় ম্যাককালামের। যত টেস্ট ম্যাচ খেলবেন, ততই এই রেকর্ড আরও সমৃদ্ধ হবে।