বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার হাওরে ফসল বলতে প্রধানই হচ্ছে ‘বোরো’ ধানের আবাদ। এখন এই ধান রোপন চলছে। কৃষকরা বীজতলা থেকে চারা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। হাওরে বছরের তিনভাগ সময়ই পানি থাকে। তাই শীতকাল এলেই কৃষকরা বোরো আবাদে ব্যস্ত হয়ে পড়েন। এ ধান তারা গোলায় রেখে সারা বছর খাদ্য চাহিদা মেটান। তাই তাদের কাছে এ ফসলটি গুরুত্বপূর্ণ। এ ফসল নষ্ট হলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েন।
বর্ষার পূর্বে কৃষকরা এ ধান গোলায় উত্তোলন করেন। জনসংখ্যা বাড়ছে। জমি কমছে। তাই এক জমিতে চাই অধিক ফসল। এজন্য শীতকালে হাওর এলাকা ছাড়াও পুরো জেলাজুড়েই চাষ হচ্ছে বোরো ধান।
সূত্র জানায়, এ ধানের ভাল ফলন পেয়ে কৃষকরা হাওর এলাকার মতো সমতলের নিচু জমিতে সেচের মাধ্যমে পানি সংগ্রহ করে চাষাবাদ করছেন।
জেলার বাহুবল উপজেলার স্নানঘাটের হাওর এলাকাখ্যাত লালপুরে বীজতলা থেকে বোরো ধানের চারা সংগ্রহ করতে দেখা যায় চাষিদের। এ সময় চাষি বিমল সরকার (৩০) বলেন, ‘জমি প্রস্তুত। চারা উত্তোলন করছি জমিতে রোপনের জন্য।’
তিনি বলেন, ‘এ ফসলটি আমাদের কাছে সোনার চেয়েও বেশি মূল্য। তাই যতœ সহকারে জমি তৈরি করেছি। রোপন করা শুরু হয়েছে। তবে তিনি সার ও পানি নিয়ে ভাবনায় রয়েছেন। এজন্য যে, ফসলটি দিয়ে আমাদের পুরো বছরের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। তার মতো জেলার হাওর এলাকার বিভিন্নস্থানে কৃষকরা চারা সংগ্রহ করে বোরো ধান রোপন করছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহ আলম বলেন, ‘উপকরণ নিয়ে ভাবনার কোন কারণ নেই। পর্যাপ্ত পরিমানে সার মজুদ রয়েছে। কৃষি বিভাগ থেকে সেচে সার্বিক সহযোগীতা করা হচ্ছে। তিনি বলেন, প্রতি বছরই এ জেলায় বোরো ধানের বাম্পার ফসল হচ্ছে। আশাকরি এবারও হবে। আগের বছরের মতো এবারও ১ লাখ ১৪ হাজার হেক্টরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj