স্টাফ রিপোর্টার ॥ আচরণ বিধি লংঘনের অভিযোগে হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুনেদ আহমেদকে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় জুনেদ আহমের নির্বাচনী কার্যালয় নাতিরাবাদের দাড়ি হাটা বাজারে দেয়ালে পোষ্টার লাগানো ও রঙ্গিন ব্যনার টাঙ্গানোর অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এ গুলো খুলে ফেলা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এসআই কৌশিক তালুকদারসহ একদল পুলিশ।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান অব্যাহত থাকবে। আচরণ বিধি লংঘিত হলে কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি আরো জানান, প্রার্থী যে কোন দলের প্রার্থীই হউক আইন সবার জন্য সমান। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ভ্রাম্যমান আদালত প্রতিদিন মাঠে কাজ করছে। আচরণ বিধি লংঘন না করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান।