শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

কাল নবীগঞ্জে কে পড়বেন বিজয়ের মালা তোফাজ্জল, ছাবির নাকি জাহাঙ্গীর..?

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

৭৮৯মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : টানা কয়েকদিন নবীগঞ্জের বাতাশ গরম ছিলো নিবার্চনী হাওয়ায়। পরিবেশ ও হাওয়া ঠান্ডা রেখে বুধবার সম্পন্ন হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন।

 

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন হবে বলে সবাই আশাবাদী। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

গত সোমবার থেকেই নিরাপত্তা রক্ষায় কেন্দ্রেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাকি ছিল শুধু ভোট দেয়ার পালা, রাত পোহালেই দেওয়া হবে সেই মূল্যবান ভোট। তবে সবার মনে একটাই প্রশ্ন– কে হাসবেন বিজয়ের হাসি, আর কে পড়বেন বিজয়ের কাচা ফুলের মালা..?।

 

দিন গড়িয়ে সন্ধ্যা বিজয়ের মালা পরিয়ে জনগনই নির্বাচিত কাছে টেনে নেবেন কাছের মানুষকে।

 

৯টি ওয়ার্ড নিয়ে ঘঠিত নবীগঞ্জ পৌরসভা। এবার ১০টি কেন্দ্রে মোট১৬ হাজার ১শত ৯৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারে নির্বাচনে মেয়র পদে ৫জন, সাধারন কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

নবীগঞ্জ পৌরসভার কোন ওয়াডে কত ভোট:-

 

১নং ওয়ার্ড:- ভোট কেন্দ্র:- গন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়। কলেজ পাড়া, জন্তরী(আংশিক), গন্ধা ও মদনপুর নিয়ে ঘঠিত ১ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা- ১৬ শত ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭৮ জন , মহিলা ভোটার ৮৬১ জন। এ ওয়ার্ডের এ ওয়ার্ডে ৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

২নং ওয়ার্ড:-ভোট কেন্দ্র- হিরা মিয়া গাল্স হাই স্কুল।- নবীগঞ্জ বাজার (উত্ত্র) ও রাজনগর নিয়ে ঘঠিত ২নং ওয়ার্ডে মোট ভোটার ১৯শত ৩১ জন।

 

এর মধ্যে পুরুষ ৯৯৬ জন, মহিলা ৯৩৫ জন। এ ওয়ার্ডে মোট ৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

৩নং ওয়ার্ড:- ভোট কেন্দ্র- নবীগঞ্জ জে.কে হাই স্কুল। আনমনু ও নবীগঞ্জ বাজার (দক্ষিন) নিয়ে ঘঠিত ৩ ওয়ার্ডে ভোটার সংখ্যা- ১৭শত ৭৪। এর মধ্যে পুরুষ- ৯৬০, মহিলা ৮১৪জন। এ ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

৪নং ওয়ার্ড:- ভোট কেন্দ্র- গয়াহরি প্রাথমিক বিদ্যালয়। কেলি কানাইপুর ও গয়াহরি নিয়ে ঘঠিত এই ৪ নং ওয়ার্ডে ভোটার ২হাজার ৩২জন। পুরুষ- ১হাজার ৪জন, মহিলা ১হাজার ২৮ জন। এ ওয়ার্ডে ৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

৫নং ওয়ার্ড:- ভোট কেন্দ্র-রাজাবাদ প্রাথমিক বিদ্যালয়- পিরিজপুর, রাজাবাদ, হরিপুর নিয়ে ঘঠিত এ ৫নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা- ১৫শত ৮৫জন। পুরুষ- ৭শত৭জন, মহিলা- ৮৭৮জন। এ ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

৬নং ওয়ার্ড:- ভোট কেন্দ্র- আমিনা বিবি প্রাথমিক বিদ্যালয়- আক্রামপুর, চরগাঁও নিয়ে ঘঠিত এ ৬নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬শত ১৮জন। পুরুষ- ৭শত ৫২জন, মহিলা- ৮শত ৬৬জন। এ ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

৭নং ওয়ার্ড:- ভোট কেন্দ্র- নহরপুর প্রাথমিক বিদ্যালয়- ছালামতপুর, নহরপুর ও নোয়াপাড়া নিয়ে ঘঠিত ৭নং ওয়ার্ড। ভোটার সংখ্যা- ১৮শত ৮৬জন। পুরুষ- ৮শত ৮৮জন, মহিলা- ৯শত ৯৮জন। এ ওয়ার্ডে ২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

৮নং ওয়ার্ড:- ভোট কেন্দ্র- শিবপাশা প্রাথমিক বিদ্যালয়। শিবপাশায় মোট ভোট সংখ্যা- ১৮শত ৭৮জন। পুরুষ- ৯শত ২৮জন, মহিলা ৯শত৫০ জন। এ ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

৯নং ওয়ার্ড:- ভোট কেন্দ্র- জয়নগর আইডিয়াল স্কুল। জয়নগরের ভোটার সংখ্যা- ৬শত ১জন। পুরুষ- ৩শত৬জন, মহিলা ২শত ৯৫জন।

 

৯নং ওয়ার্ডে ২য় ভোট কেন্দ্র- পূর্ব তিমিরপুর প্রাথমিক বিদ্যালয়। পূর্ব তিমিরপুর গ্রামের ভোটার সংখ্যা- ১২শত ৫১জন। পুরুষ- ৬শত ২৩জন, মহিলা ৬শত ২৮জন। ৯নং ওয়ার্ডে ৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সৎ যোগ্য প্রার্থী, জনগনের জন্য কাজ করবেন এমন একজন প্রার্থীকেই খোঁজছেন ওয়ার্ডবাসী।

 

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নবীগঞ্জ পৌরসভার ১০টি কেন্দ্রই ঝুকিপূর্ণ। তাই- প্রতিটি ভোটার নির্ধিদ্বায় ভোট দিতে প্রতিটি কেন্দ্রে ৬জন করে পুলিশ থাকবে। প্রতি ৩টি কেন্দ্রে ১টি করে মোবাইল কোর্ট টিম থাকবে। ১টিম র‌্যাব, ২টি টিম আনসার ভিডিপি ও বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও জুটিশিয়াল ম্যাজিস্ট্রিট সকল কেন্দ্র পরিদর্শন করবেন।

 

এবার নবীগঞ্জে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ৩ বারের নির্বাচিত মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী (নৌকা প্রতীক), বিএনপির মনোনিত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর রানা (জগ প্রতীক), জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মাহমুদ চৌধুরী (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র পার্থী আব্দুল জোবায়ের চৌধুরী (মোবাইল প্রতীক)।

 

তবে এবার ত্রীমূখি নির্বাচন হবে বলে ধারনা ভোটারদের। তবে আজ সন্ধায়- তোফাজ্জল ইসলাম চৌধুরী, ছাবির আহমদ চৌধুরী নাকি জাহাঙ্গীর আলম রানা বিজয়ের মালা পড়বেন এনিয়ে বিশ্লেষনের শেষ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!