এম এস জিলানী আখনজী :চুনারুঘাট প্রতিনিধি : হবিগন্জে চুনারুঘাটে আইন শৃঙ্খলা উন্নয়নে জনগনের অংশ গ্রহন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হল রুমে হবিগঞ্জ নাগরিক কমিটি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডঃ চৌধুরী আব্দুল হাই। সংগঠনের সাধারণ সম্পাদক আঃ আউয়ালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা স্থানীয় সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক তরফবার্তা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী,আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা আঃ রহমান আজাদ,মোঃ আলাউদ্দিন মাষ্টার,জালাল উদ্দিন মাষ্টার,স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু,যুবরাজ ঝরা প্রমুখ, এ সময় আরও উপসথিত ছিলে মতিউর মাষ্টার,চান মিয়া,সাংবাদিক এম এস জিলানী আখনজী,কামরুল হাসান শামীম,ইউপি সদস্য/সদস্যাবৃন্দ ও স্থানীয় ঘস্যমান্য ব্যক্তিবর্গ।