মাধবপুর
(হবিগঞ্জ) প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামে মঙ্গলবার সকালে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মালুম চান বেগম(৪৮),মোছাঃ হোসনা আক্তার (২৩), আসমা আক্তার (২৮), মোঃ রহিম আলী (৪২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের ওয়াহিদ মিয়া চৌধুরীর স্ত্রী মোছাঃ মালুম চাঁন দরগা গেইট এলাকার এসএ খতিয়ান ৯৬৭ ,আরএস খতিয়ান ২৮০, নামজারী খতিয়ান ৯৫২, এসএ দাগ ২৩৪ , আরএসদাগ ২৫৭ , ২৬ শতক সাইল রকম জায়গা জোর পূর্বক দখল করতে চেষ্টা চালিয়ে যাচেছ কালিকপুর গ্রামের মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে মোঃ গিয়াস উদ্দিন ও তার ভাইয়েরা। এ ব্যাপারে মোছাঃ মালুম চাঁন বেগম বাদি হয়ে হবিগঞ্জ অতিরিক্ত জেলা হাকিম আদালত বরাবর একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত জায়গায় ১৪৪ ধারা জারি করেন সেই সাথে সহকারী কমিশনার (ভুমি) মাধবপুর কে সরজমিনে তদন্তক্রমে প্রতিবেদন দেওয়ার জন্য এবং মাধবপুর থানাকে শান্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য বলেন। কিন্তু মঙ্গলবার সকালে গিয়াস উদ্দিন , শাহাব উদ্দিন ও তাদের লোকজন মহিলার জায়গায় জোর পূর্বক ভরাট করতে গেলে মালুম চান ও তার মেয়ে বাধা দেয়। এ নিয়ে দু পক্ষের সংঘর্ষ হলে মালুম চান সহ ৫ জন আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার খবর পাওয়া যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj