স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড থেকে ফরিদ মিয়া (৩৫) নামের পকেটমার সর্দারকে আটক করেছে পুলিশ। সে সুলতান মাহমপুর গ্রামের মোরগ ব্যবসায়ী আম্বর আলীর পুত্র।
গতকাল সোমবার দুপুরে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সম্প্রতি হবিগঞ্জ কোর্টের বারান্দায় এক বিচারপ্রার্থীর শহরের পুরাতন পৌরসভা রোড থেকে নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এ ব্যাপারে ওই বিচারপ্রার্থী মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়। এতদিন সে আত্মগোপনে ছিল।