হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান ও জেলা সেক্রেটারী মাওলানা মুশাহিদ আলী সহ ১৪ জন জামায়াত নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সকাল ৯টায় শহরতলীল পশ্চিম ভাদৈ জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমানের বাসা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, সকালে হবিগঞ্জ জেলা জামায়াতের একটি বৈঠক বসে জেলা আমীরের বাসায় । বৈঠকে জেলা উপজেলার সভাপতিরা যোগ দেয়। নাশকতার হামলা পরিকল্পনার গোপন বৈঠকের খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে নিয়ে আসে।
তাৎক্ষণিক সকল আটককৃত নেতাদের নাম পরিচয় জানা যায়নি।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন মুঠোফুনে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনায় জেলা জামায়াতের গোপন বৈঠক চলছিল ঐ বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।