এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বেবিষ্ট্যান্ড এলাকায় স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
চোররা দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিন্দুকসহ সিন্দুকের ভেতর রক্ষিত ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। ওই এলাকার পান্না শিল্পালয়ের মালিক লিটন গোপন জানান, গত রবিবার রাত ১০টায় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান।
গতকাল সকালে স্থানীয় ব্যবসায়ীরা তাকে জানায় দোকান চুরি হয়েছে। এ সময় তিনি এসে দেখতে পান চুরির ঘটনা। দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান, তার সুকেস ভাঙ্গা এবং মেঝেতে রক্তের দাগ পড়ে আছে এবং ১২ মণ ওজনের একটি লোহার সিন্দুক ও এর ভেতর রক্ষিত ৫০ লাখ টাকার গহনা নেই। একটি সুত্র জানায়, ওই দোকানটি প্রায়ই বন্ধ থাকতো এবং ওই দোকানে বিভিন্ন লোকের সমাগম ছিল।
এছাড়া বিভিন্ন লোক তার নিকট টাকা পাওনা ছিল। শহরের প্রাণকেন্দ্রে এমন দুঃসাহসিক চুরির ঘটনা আদৌ সত্য কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। খবর পেয়ে সদর থানার এসআই ছানা উলাহ ও ব্যাকস সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পাইনি,তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।