এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৎস্য ব্যবসায়ী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উমেদনগর মধ্য হাটি এলাকার ছালেক মিয়ার পুত্র বাদল (২৪) এর সাথে একই এলাকার টমটম চালক মারফত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে দিকে বাদলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় টমটম চালক মারফত আলী।
এতে সে গুরুতর আহত হলে বাদলের সুর্চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় বাদলের অবস্থা আশংঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে হয়ে গেছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংঙ্কা রয়েছে।